Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে দুবাই প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে প্রতারণার মাধ্যমে বিদেশ থেকে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগে স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্ত্রী। বিচারক মামলা আমলে নিয়ে হবিগঞ্জ সিআইডিকে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মার্চ ওই উপজেলার করমাবাদ গ্রামের মোঃ মন্নর আলীর পুত্র আলী হোসেনের সাথে একই উপজেলার চকসুকচর গ্রামের মৃত হিরা মিয়ার কন্যা শাপলা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। এরপর থেকেই তাদের মাঝে অশান্তি শুরু হয়। ২০১৯ সনের ১৬ জুলাই দুবাই থেকে দেশে এসে ৫ লাখ টাকার জন্য চাপ দেয় স্বামী আলী হোসেন। এতে অনিহা প্রকাশ করেন গৃহবধূ শাপলা আক্তার। কিছুদিন পর আলী হোসনে পুনরায় দুবাই চলে যায়। শাপলা নিরূপায় হয়ে আলী হোসেনের বিরুদ্ধে চলতি বছরের ২৮ জানুয়ারী যৌতুকের মামলা করে। এ মামলায় তার বিরুদ্ধে সমন ইস্যু হয়। এদিকে দুবাই থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে হবিগঞ্জ নোটারী পাবলিক কার্যালয়ে আইনজীবির মাধ্যমে গত চলতি বছরের ১২ জানুয়ারী স্মারক নং-৪৪ এর মাধ্যমে শাপলাকে তালাক দিয়েছে মর্মে এফিডেভিট করে এবং উক্ত এফিডেভিটের কপি সংশ্লিষ্ট চেয়ারম্যান অফিসে যায়। সেখান থেকে একটি নোটিশ তার বাড়ি পাঠানো হয়। এ খবর জানার পর শাপলা মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পরে তারা খবর নিয়ে জানতে পারে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এফিডেভিট করে তালাক দেয়া হয়েছে। এ মামলায় আলী হোসেন ছাড়াও মৃত হাসান আলীর পুত্র মন্নর আলী, মৃত হাজী আব্দুন নুরের পুত্র খালেদ আহমেদ, আমীর আলীর পুত্র নাসির উদ্দিনকে আসামি করা হয়। শাপলা চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী উপরোক্ত আসামিদের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেন।