Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

মোহাম্মদ জালাল উদ্দিন, শায়েস্তাগঞ্জ থেকে ॥ পেশাগত দায়িত্ব পালন ও তথ্য সংগ্রহের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হামলার প্রতিবাদে এবং তাঁর উপর মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে শর্তহীন মুক্তি দাবি করেছেন শায়েস্তাগঞ্জের সাংবাদিকরা। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃর্শত মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ক্লাবের সভাপতি আ স ম আফজাল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন এর পরিচালনায় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবির সৈকত, সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, সিনিয়র সদস্য সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, এ কে এম ফজলুল হক চৌধুরী সেলিম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুমন, কোষাধ্যক্ষ কামরুল হাসান, প্রচার সম্পাদক এম শামীম চৌধুরী, সাংবাদিক শাহ মোস্তফা কামাল, শাখাওয়াত হোসেন টিটু, সাইফুর রহমান ফয়সাল, তোফায়েল আহমেদ মনির, এডভোকেট দেলোয়ার ফারুক তালুকদার, সাবেক কাউন্সিলর জিতু আহমেদ মাখন, সাংস্কৃতিক কর্মী মীর সজল, আল আমিন, জুসেফ হাবিব প্রমুখ। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তার তীব্র নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বক্তারা বলেন- অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে শর্তহীন মুক্তি দাবি জানান সাংবাদিকরা।