Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

স্টাফ রির্পোটার ॥ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রেসক্লাব এর আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মো. ফজলুর রহমান, মো. ইসমাইল হোসেন, শোয়েব চৌধুরী। সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচায্য রিংকু, রাসেল চৌধুরী। এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী, সদস্য প্রদীপ দাশ সাগর। প্রেসক্লাব সদস্য নুরুজ্জামান ভূইয়া মামুন, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী। ঘন্টাব্যাপি মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, ক্লাব সদস্য শফিকুল আলম চৌধুরী, হাফিজুর রহমান নিয়ন, শ্রীকান্ত গোপ, শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ নুর উদ্দিন, মঈন উদ্দিন আহমেদ, আব্দুর রউফ সেলিম, বদরুল আলম, জাকারিয়া চৌধুরী, আশরাফুল ইসলাম কহিনুর, মুজিবুর রহমান, সুকান্ত গোপ, এমএ আজিজ সেলিম, মো. সাইফুর রহমান তারেক, মো. আজহারুল ইসলাম মুরাদ, মোহাম্মদ নায়েব হোসাইন। জেলা রির্পোটারস ইউনিটির সভাপতি আব্দুল হাকিম জেলা সাংবাদিক ফোরাম এর সাবেক সভাপতি এমএ ওয়াহেদ, মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি সিরাজুল ইসলাম জীবনসহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে ঘটনায় জড়িত সকল দোষী ব্যক্তিদের গ্রেফতার করে তাদের শাস্তির দাবি জানান। রোজিনা ইসলামের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ উনার নিঃশর্ত মুক্তি না দিলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ঘোষনা করা হয় কর্মসূচি থেকে।