Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বৃদ্ধার মৃত্যু নিয়ে ধু¤্রজাল ময়না তদন্তের জন্য লাশ মর্গে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে প্রবাসীর জমি বর্গা নিয়ে দুই ব্যক্তির মধ্যে গত সোমবার (১৭ মে) দুপুরে হাতাহাতি ও কিলঘুষির ঘটনার প্রায় ৬ ঘন্টা পর বৃদ্ধ আব্দুল কাইয়ুম (৫৭) মৃত্যুর ঘটনায় এলাকায় ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জিডি মুলে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন নিহতের পরিবার। ঘটনাটি সংঘটিত হয়েছে উপজেলার ঝিটকা গ্রামে। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের মৃত ওয়াছিল মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (৫৭) এবং একই গ্রামের সাজন মিয়া (৭০) এর মধ্যে জনৈক প্রবাসীর জমি বর্গা চাষ নিয়ে গত সোমবার দুপুরে গোপলার বাজার এলাকায় সিএনজি স্ট্যান্ডে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও কিলঘুষির ঘটনা ঘটে। অপর একটি সুত্রে জানা যায়, নিহত আব্দুল কাইয়ুমের স্ত্রীর সাথে বিরোধ চলছে কাইয়ুমের। স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলাও করেছে। তাদের স্বামী-স্ত্রী দ্বন্ধের জন্য কাইয়ুম সাজন মিয়াকে সন্দেহ করে। সোমবার দুপুরে গোপলার বাজার সিএনজি স্ট্যান্ডে সাজন মিয়া (৭০) কে পেয়ে কাইয়ুম পিছন দিক থেকে এসে রুল দিয়ে এলোপাথাড়িভাবে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তা নিয়ন্ত্রন করে উভয় পক্ষকে দু’দিকে বিদায় করে দেন। এ ঘটনার খবর পেয়ে সাজন মিয়ার আত্মীয় স্বজনরা আব্দুল কাইয়ুমকে হাকডাক দেয়। পরে স্থানীয় লোকজন তা দমন করেন। এদিকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আব্দুল কাইয়ুম (৫৭) বাড়ির সামনে রাস্তার উপর হঠাৎ জ্ঞান শুন্য হয়ে মাটিতে লুটে পড়েন। লোকজন তাকে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার প্রতিপক্ষ সাজন মিয়ার বিরুদ্ধে হত্যা অভিযোগ তোলেন। খবর পেয়ে এসআই শাহিন আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতের ছুরতহাল তৈরী করে জিডি মুলে মৃতদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। এ ব্যাপারে এসআই শাহিন আলম জানান, ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারন নির্ণয় করা যাবে। এ ব্যাপারে তদন্ত চলছে।