Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ফেক্টরীতে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের জেলা পরিষদের নবীগঞ্জ ডাকবাংলোর বিপরীত দিকে অবস্থানরত মৌলানা বেকারীতে আগুন লেগে বেকারীর ৪টি মেসিনসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (১১ মে) সকাল সোয়া ৭ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় নবীগঞ্জ থানার একদল পুলিশও ঘটনাস্থলে আসে। প্রাথমিকভাবে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অপর দিকে নবীগঞ্জ নতুন বাজার এলাকায় মোহাম্মদ আলীর বাসায় বিদ্যুতে শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বি-বাড়িয়া জেলা সদরের ৭নং তালসুল পূর্ব ইউনিয়নের সুনাশাহ গ্রামের স্হায়ী বাসিন্দা বর্তমানে চরগাঁও গ্রামের বাসিন্দা মোঃ আলেক মিয়া উল্লেখিত জায়গায় প্রায় ১২/১৩ বছর ধরে সুনামের সহিত বেকারীর ব্যাবসা পরিচালনা করে আসছেন। বেকারীর মালিক আলেক মিয়া মঙ্গলবার (১১ মে) সেহেরি খাওয়া শেষে ফজরের নামাজ পড়ে বাসায় চলে যান। সকাল সোয়া ৭ টার দিকে বেকারীর চুলার আগুন সাড়া বেকারীতে ছড়িয়ে পড়লে দোকান কর্মচারীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সম হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস. আই সম্রাট আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে গিয়ে সর্বস্ব হারিয়ে হতবম্ব হয়ে পড়েছেন ব্যবসায়ী আলেক মিয়া। অপর দিকে নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মোহাম্মদ আলীর বাসায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় নবীগঞ্জ ফায়ার সার্ভিস এর একদল আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে বাসার তেমন কোন ক্ষতি সাধিত হয়নি বলে মোহাম্মদ আলীর ছেলে ইমতিয়াজ আহমদ পাপন জানিয়েছেন।