Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের মন্দরী গ্রামে বিল থেকে মাছ লুন্টনের অভিযোগ মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামে বিল থেকে মাছ লুন্টনের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। আসামীরা বিল থেকে মাগুর, শিং, শৈল, কৈ, রুই, কাতল, ঘাসকার্প, লালনটিকা ও কার্পু মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে যায়। যার আনুমান বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ২৮ হাজার টাকা। গত ৯ মে মন্দরী গ্রামের কামরুল হোসনে বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৪ (ভার্চুয়াল কোর্ট নং-১) এই মামলাটি দায়ের করেন। কোর্ট তদন্তে করে প্রতিবেদন দেয়ার জন্য মামলাটি পিবিআইতে হস্তান্তর করেন। মামলায় উল্লেখ করা হয়, আসামীদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে বাদীর বিরোধ রয়েছে। ওই আসামীদের অনেকেই বাদীর চাচাতো ভাই সোলেমান হত্যা মামলার আসামী। তাই উল্লেখিত আসামীরা আক্রোশান্বিত হয়ে বাদীর ক্ষতির করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঘটনার দিন চলতি বছরের গত ১৮ এপ্রিল রবিবার বাদীর মালিকানা বিল থেকে মাছ লুটে নেয়ার উদ্দেশ্যে পানি সেচের মেশিন ও বিভিন্ন প্রাণনাশক অস্ত্র-স্ব^স্ত্র নিয়ে আসামীরা বাদীর বিলে যায়। সেখানে বাদীর বিল দেখাশোনার দায়িত্বে থাকা সাজিব হোসন তাঁদের বাধা দিলে আসামীরা সাজিব হোসনকে বেঁধে তাদের সঙ্গে থাকা মেশিন দিয়ে বিলের পানি সেচ দিতে থাকে। এমন সময় বাদী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন আসামীরা তার বিলে মেশিন ফেলে পানি সেচ দিচ্ছে। তিনি তাদের এসব কার্যকালাপ সম্পর্কে জানতে চাইলে আসামীরা বীরদর্পে বলে তুই চুপ থাক তোদের খুনের মামলা চালাইতে আমাদের অনেক ক্ষতি হয়েছে এখন আমাদের ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। বাদী তাদের এই রূপ আচরণের প্রতিবাদ করায় দুই জন আসামী বাদীকে ডেগার ধরে চুপ থাকতে বলে। এই বলে আসামীরা বাদীর সামনেই বিলে পানি সেচ দিয়ে সকল মাছ লুন্ঠন করে ট্রলি দিয়ে নিয়ে যায়। কিন্তু তাদের ভয়ে কেউ কোন কিছু বলার সাহস পায়নি।