Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ভাতা প্রদান ॥ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। বিশ্ব নেতৃবৃন্দ আজ বলছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। -হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানীভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন, ‘ইসলামের নামে যারা অনৈসলামিক কর্মকান্ডে জড়িত তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’ এমপি আবু জাহির উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘এটা শাহজালাল (রহঃ)এর পূন্যভূমি, এটা অলি-আউলিয়ার পূন্যভূমি, এই হবিগঞ্জ আলীম ওলামাদের হবিগঞ্জ। ওই ভন্ডরা ব্রাহ্মনবাড়িয়ায় হেফাজতের তান্ডবের মতো যাতে কোন কর্মকান্ড এখানে করতে না পারে সে ব্যাপারে চোখ কান খোলা রেখে আপনাদের ঈমানী দায়িত্ব পালন করবেন।’ গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ টাউন হলে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পৌর এলাকার ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান উপলক্ষে অনুিষ্ঠত সভায় সভাপতিত্ব করে মেয়র আতাউর রহমান সেলিম। সভাপতির বক্তৃতায় তিনি বলেন ইমাম খতিব ও মুয়াজ্জিনদের প্রতি সম্মান দেখানোর জন্যই লকডাউনসহ নানা প্রতিকুলতা ও সংকটের মাঝেও এই সম্মানীভাতা প্রদানের আয়োজন করা হয়েছে। তিনি পৌরসভা যাতে ভবিষ্যতে সুন্দর ও সফলভাবে পরিচালিত হতে পারে সে জন্য ইমাম ও মুয়াজ্জিনদের দোয়া কামনা করেন। অনুষ্ঠানে পৌরকাউন্সিরলদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, পান্না কুমার শীল, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু ও মোঃ শফিকুর রহমান সিতু। এছাড়াও পৌর সচিব ফয়েজ আহমেদসহ পৌরসভার দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরএলাকার ৭৫ টি মসজিদের ১৫০ জন ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পৌরসভার পক্ষ হতে সম্মানী ভাতা প্রদান করা হয়।