Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রবাসীরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করছেন নিরলস ভাবে-মিলাদ গাজী এমপি

নবীগঞ্জ প্রতিনিধ ॥ হবিগঞ্জ -১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) বলেন
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দমবন্ধ পরিস্থিতিতে সারাবিশ্বে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে। তবুও দেশ, মাটি ও মানুষের কল্যাণে যেসব প্রবাসী ভাই- বোনেরা মানবতার কল্যাণে নিরলস ভাবে কাজ করছেন তা সত্যিই প্রশংসনীয়। একথা গুলো ৯মে রবিবার বিকাল ৪টায় নবীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের রাজাবাদ গ্রামের বড় বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক ও দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ তাজুল ইসলাম নিঠুর সৌজন্যে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গরীব অসহায় ও সুবিধা বঞ্চিত শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে সমাজ সেবক এমদাদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো তিনি বলেন। নবীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম অপুর সার্বিক সহযোগিতায় উক্ত ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজী তনয় শাহেদ গাজী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ (রেনু), কাউন্সিলর লুৎফুর রহমান (মাখন), শিক্ষক আব্দুল মজিদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নীলমনি, সাধারণ সম্পাদক আব্দুন নূর, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, যুবলীগ নেতা পিকলু চৌধুরী, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উপদেষ্টা মহিতুর রনি, যুবলীগ নেতা রুহেল আহমেদ, ছাত্রলীগ নেতা সাজু আহমেদ, শ্রমিকলীগ নেতা আবেদ আহমেদ সাদ, জয় আহমেদ, সমর উদ্দিন, আমিন আহমেদ ও জয়নাল মিয়া প্রমুখ। ত্রাণ বিতরণকারী পরিবারের পক্ষে মোঃ মাজহারুল ইসলাম অপু এবং তার পরিবারের সদস্যগণ যারা দেশের এই ক্রান্তিলগ্নে অত্যন্ত নিভৃতে এলাকার দরিদ্র, মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় লোকজনের পরিবার পরিজনদের মধ্যে নিজেদের সাহায্যের হাত প্রসারিত করেছেন, এতে গরিব অসহায় লোকজন সন্তুষ্টি প্রকাশ করেন। এমন মহৎ কর্মে এলাকা বাসীর পক্ষ থেকে ত্রাণ বিতরণকারী পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল।