Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের পুরাণ মুন্সেফী এলাকাবাসীর অসচ্ছলদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাণ মুন্সেফী এলাকাবাসীর উদ্যোগে পুরাণ মুন্সেফী, ঝিলপাড় ও উত্তর শ্যামলী এলাকার অসচ্ছলদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত রোববার বিকেলে পুরাণ মুন্সেফী রামচরণ স্কুল মাঠ প্রাঙ্গণে দুই শতাধিক অসচ্ছলদের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেডক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবুল মনছুর, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, পুরাণ মুন্সেফী এলাকার বিশিষ্ট মরুব্বি মোঃ শাহাব উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, ফয়সল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জেলা কৃষকলীগ নেতা শফিকুল আলম চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, বাদল রায়, দেলোয়ার হোসেন চৌধুরী দিলু, সাদিকুর রহমান রাজু, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, মুরাদ ইবনে সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সুমন রায়, কামরুল হুদা চৌধুরী সুমন, মিজু আহমেদ রতন, এডভোকেট দেওয়ান জাকারিয়া ইসলাম, আসিফ হাসান রুহেব, সামছুজ্জামান স্বপন, জামিল চৌধুরী, জুবায়ের আহমেদ, মেহেদী হাসান ফাহিম, নিরঞ্জন গোস্বামী শুভ ও সাদমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, আমি এই পুরাণ মুন্সফী এলাকায় অনেক দিন বসবাস করেছি। তাই পুরাণ মুন্সেফী এলাকাবাসির জন্য কিছু করতে পারলে আমার ভাল লাগবে। এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে মেয়র আতাউর রহমান সেলিম পুরাণ মুন্সেফী এলাকার পুকুর পাড়ে লাইট স্থাপনসহ সৌন্দর্য বর্ধনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও ঈদ সামগ্রী বিতরণ শেষে অসহায় এসব মানুষদের হাতে ইফতারী তুলে দেন মেয়রসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।