Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৯২১ সালের ২০মে ঐতিহাসিক “মুল্লুক চল” আন্দোলনের শততম বর্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
২০ মে কে “চা শ্রমিক দিবস” হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং স্ববেতনে ছুটি ঘোষণা, মজুরীবোর্ড কর্তৃক চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণ, করোনা সংক্রমণ ঝুকি স্বত্ত্বেও সচল চা শিল্পের শ্রমিকদের ঝুকি ভাতা এবং অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গতকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার উপদেষ্টা এড. জুনায়েদ আহমেদ, এড. জিলু মিয়া, চা শ্রমিক ফেডারেশনের সংগঠক চাঁনপুর চা বাগানের শ্রমিকনেতা বিরেন কালিন্দি, আমু চা বাগানের ছাত্রনেতা মুকেশ কর্মকার, লস্করপুর চা বাগানের শ্রমিকনেতা ভজন ভৌমিক প্রমুখ।