Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজীবন মানুষের সেবায় কাজ করে যাবো-এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ মানুষ মানুষের জন্য, এটা কথায় নয় কাজে দেখাতে হবে, পৃথিবীর মহাগ্রাম বানিয়াচং, এখানকার মানুষ খুবই সহজ সরল প্রকৃতির, করোনায় আক্রান্ত হয়ে আমি উপলব্ধি করেছি, মানুষ আমাকে কতটা ভালবাসে। এমনও মানুষ আছে আমি তাকে চিনি না, কিন্তু সে আমাকে চেনে, অনেক অচেনা মানুষ আমার অসুস্থতার খবর শুনে কেদেঁছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। করোনা আক্রান্ত হওয়ার পর আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, প্রতিজ্ঞা করেছি এমপি থাকি আর না থাকি আজীবন মানুষের সেবা করে যাবো। গতকাল মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ ১ মাস চিকিৎসা শেষে নির্বাচনী এলাকা বানিয়াচংয়ে ফিরে এসে শুভেচ্ছা বিনিময়কালে হবিগঞ্জ-২ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন সকলের দোয়া ও আর্শিবাদে আল্লাহর রহমতে আমি ও আমার পরিবারের সদস্যরা সুস্থ্য হয়ে ফিরে আসতে পেরেছি। এজন্য আমি আওয়ামীলীগ পরিবার, আলেম ওলামা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সকল দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞ। উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মাসুদ রানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আমির হোসেন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। সভার শুরুতে এমপি আব্দুল মজিদ খান ও তার পরিবারের সদস্যরা সুস্থ্য হয়ে উঠায় শুকরানা আদায় করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বানিয়াচং শাহী ঈদগাহের ইমাম শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান। উক্ত শুভেচ্ছা বিনিময় সভায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অফিসের অফিস প্রধান, সাংবাদিক, সুধীজন, আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।