Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে শিখন বিদ্যালয় সহ¯্রাধিক ঝড়েপড়া শিশু শিক্ষার সুযোগ পেয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের ঝড়ে পড়া, কখনোই বিদ্যালয়ে ভর্ত্তি হয়নি এবং সুবিধাবঞ্চিত সহ¯্রাধিক শিশু শিখন কর্মসূচীর আওতায় পড়ালেখার সুযোগ পেয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নে ৩৩টি বিদ্যালয়ের মাধ্যমে তারা লেখাপড়া শিখছে। সকলের সহযোগিতায় আগামীতে উপজেলার শতভাগ সুবিধা বঞ্চিত শিশুদেরকে এ কার্যক্রমের আওতায় আনা হবে বলেও সভায় জানানো হয়। গতকাল বুধবার উপজেলা হলরুমে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল আলম। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন এর শিখন কর্মসূচী ও উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ ভুইয়া, সেভ দ্যা চিলড্রেন এর উপ-পরিচালক কামাল হোসেন, ইউপি চেয়ারমান সিরাজুল ইসলাম, আইয়ূব আলী তালুকদার, শফিকুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, আবেদ হাসনাত চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন ও সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। এতে বক্তব্য রাখেন শিখন কর্মসূচীর সিলেট অঞ্চলের সমন্বয়কারি মোঃ শাহ আলম, উপজেলা সমন্বয়কারি সাজিদুর রহমান, প্রধান শিক্ষক মোতাহির চৌধুরী, দেবেশ ভট্টাচার্য্য, জালাল উদ্দিন, ইউনুছ আলী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, প্রেসক্লাবের সেক্রেটারি জামাল হোসেন লিটন, মাসুক মিয়া প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২শতাধিক শিক্ষক ছাড়াও শিখন বিদ্যালয়েল শিক্ষকগণ অংশ নেন।