Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের অর্ধশতাধিক মাদ্রাসার সাড়ে ৩ হাজার এতিম ছাত্রদের মাঝে পুলিশ সুপারের ইফতার সামগ্রীয় বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার অর্ধশতাধিক মাদ্রাসার প্রায় সাড়ে ৩ হাজার এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রীয় বিতরণ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। ইফতার সামগ্রীয় বিতরণকালে তিনি মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া পাশাপাশি কারিগরি অর্জন করার নির্দেশসহ সচেতনামূলক বক্তব্য দিচ্ছেন। পুলিশ সুপারের এ ধরণের ব্যতিক্রম মানবিক কর্মকান্ডে মাদ্রাসার শিক্ষকসহ এলাকার মুরুব্বীয়ানগণ ভূয়সী প্রসাংসা করছেন।
গতকাল সোমবার বিকেলে পুলিশ সুপার আজমিরীগঞ্জের শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার “শাহ ওলী উল্লাহ্ এতিমখানা” এর ছাত্রদের মাঝে ইফতার সামগ্রীয় বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-প্রতিটি মাদ্রসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাও গ্রহন করতে হবে। কারিগরী শিক্ষা গ্রহন করলে শিক্ষার্থীরা কর্ম করেও জীবিকা নির্বাহ করতে পারবেন। তিনি বলেন-প্রত্যেক পরিবারের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ছেলে-মেয়ে সুশিক্ষিয় শিক্ষিত হলে পরিবারে উন্নতি আসে। সমাজে শান্তি শৃংখলা বিরাজ থাকে। ইফতার সামগ্রীয় বিতরণীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সাবেক চেয়ারম্যান তকছির মিয়া চৌধুরী, শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার দাতা সদস্য শাহ নুর উদ্দিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি স্বপন বণিক, সাংবাদিক শেখ আমির হামজা, মিল্লাদ মাহমুদ প্রমূখ। পরে পুলিশ সুপারের পক্ষ থেকে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৌলরী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে ইফতার সামগ্রীয় বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন কাঞ্চনপুরী, সাবেক মেম্বার আব্দুল হান্নান, ওমান প্রবাসী নজরুল ইসলাম, মিলন মিয়া প্রমূখ।