Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে কৃষক প্রশিক্ষণে বক্তারা বিদেশ নির্ভরতা কমাতে সরকার অপ্রধান শস্য উৎপাদনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ে কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেছেন, প্রধান শস্য ধানের জন্য বিদেশ নির্ভরতা না থাকলেও পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, ডাল ও তৈল জাতীয় অপ্রধান শস্যের জন্য আমাদের বিদেশ নির্ভরতা রয়েছে। এজন্য প্রায়ই আমাদের দেশকে সমস্যার সম্মুখীন হতে হয়। গত বছর বন্যার কারণে ভারতে পেঁয়াজ উৎপাদন ব্যাহত হওয়ায় আমাদের দেশে আমদানি করা সম্ভব হয়নি। ফলে ১৫/২০ টাকা কেজির পেঁয়াজ ১শ টাকা দিয়ে পর্যন্ত কিনে খেতে হয়েছে। কারণ এসব অপ্রধান শস্য আমাদের দৈনন্দিন রান্নাবান্না চলে না। তাই এসবের জন্য বিদেশ নির্ভরতা কমাতে সরকার অপ্রধান শস্য উৎপাদনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। প্রধান শস্য উৎপাদনের পাশাপাশি পরিকল্পনা মাফিক সামান্য জমিতে স্বল্প খরচে অপ্রধান শস্য উৎপাদনে মনোনিবেশ করলে সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। তাই সরকার বিআরডিবি’র মাধ্যমে সারাদেশে কৃষকদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সচেতন করছে। প্রশিক্ষিত কৃষকদেরকে অপ্রধান শস্য উৎপাদনের জন্য মাত্র ৪% সুদে ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে। এজন্য বিআরডিবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ইমরান মিয়ার সভাপতিত্বে ও কর্মকর্তা ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ শহীদ উল্লাহ, অপ্রধান শস্য বিশেষজ্ঞ নুরজাহান বেগম, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, বিআরডিবি’র পরিদর্শক পরিতোষ দেব মোহনসহ স্থানীয় কৃষি অফিস, কৃষি ব্যাংক ও প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তাবৃন্দ।