Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পশ্চিম ভাদৈ গ্রামে হাফেজ স্বপন হত্যায় ব্যবহৃত রক্তমাখা ধারালো ছোড়া উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামে হাফেজ স্বপন হত্যায় ব্যবহৃত রক্তমাখা ধারালো ছোড়া উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টায় সদর থানার ওসি মাসুক আলী ও আটক ঘাতক মাইনুলকে সাথে নিয়ে পশ্চিম ভাদৈ গ্রামে তার আপন চাচা আব্দুল হেকিমের বসত ঘরের পালংকের ডয়ার থেকে মাইনুলের দেখানো মতে রক্তমাখা ছোড়া উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, ওসি (অপারেশন) নাজমুল হক, তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিমসহ একদল পুলিশ। এদিকে এ ঘটনায় নিহত হাফেজ আহাম্মদ আলী স্বপনের পিতা জমির আলী বাদি হয়ে মামলা করেছেন। মামলায় আসামিরা হল, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর ও বর্তমানে পশ্চিম ভাদৈ গ্রামের শেখ আব্দুল আলী মাসুকের পুত্র প্রধান আসামি আটক মাইনুল হাসান (২২) ও তার আপন চাচা একই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র জালালাবাদ গ্যাস অফিসের কর্মচারী আটক আব্দুল আলী (৩৫)। এ ছাড়া আইয়ুব আলী নামের এক আসামি পলাতক রয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১০টায় ১ হাজার টাকা পাওনার জন্য মাইনুল ও উল্লেখিতরা স্বপনকে নির্মমভাবে হত্যা করে। পুলিশ তাৎক্ষনিক মাইনুল ও আব্দুল আলীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার ঘটনা স্বীকার করে এবং আর কারা জড়িত নাম প্রকাশ করে। ওসি জানান, হত্যার আলামত রক্তমাখা ছোড়া উদ্ধার হয়েছে এবং আজ রবিবার আসামিদের আদালতে প্রেরণ করা হবে।