Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা অল্পের জন্য ৩০ যাত্রীর রক্ষা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসের ৩০ যাত্রী। গতকাল বিকেলে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের তিমিরপুর নামক স্থানে বাস উল্টে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনার শিকার হয় যাত্রীরা। স্থানীয় জনতা ও দমকল বাহিনীর লোকদের সহায়তায় বাসের ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী বাসটি তিমিরপুর নামক স্থানে পৌছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের নিচে পড়ে উল্টে যায়। বাসের ভেতর আটকা পড়ে যাত্রীরা। সাথে সাথে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনার এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার জনতা উপস্থিত হয়ে বাসে আটকা পড়া যাত্রীদের উদ্ধার কাজ চালান। উদ্ধার কাজে যোগ দেয় দমকল বাহিনীর লোকজনও। এক পর্যায়ে সন্ধ্যা রাত ৭টায় বাসটিকে উদ্ধার করা হলে কোন যাত্রীর প্রাণহানী হয়নি। ঘটনায় আহত হয়েছে বাসের ৩০ যাত্রী। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন মেলতী মালাকার (৫৫), হাফিজুর রহমান (১৭), আব্দুল কাদির (৫৫) ও মোমিনা বেগম (২৩)। এদিকে খবর পেয়ে তাৎক্ষনিক হবিগঞ্জ জেলা প্রশাসক জয়নাল আবেদীন
পুলিশ সুপার কামরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান, সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ তদারকি করেন ও হাসপাতালে আহতদের খোঁজ খবর নেন।