Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌর পরিষদের বিবৃতি মেয়র সেলিমকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ॥ সুশান্ত দাশের অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় ‘আমার হবিগঞ্জ’ পত্রিকার প্রকাশনা বন্ধের দাবিতে মানববন্ধনকারীদের উপর সুশান্ত দাশ গুপ্ত ও তার লোকজনের হামলার ঘটনাকে কেন্দ্র করে পৌর মেয়র আতাউর রহমান সেলিমের নামে ওই পত্রিকায় প্রকাশিত অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে পৌর পরিষদ। পৌর পরিষদের সকল কাউন্সিলর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সোমবার বিকালে ‘আমার হবিগঞ্জ’ নামের একটি দৈনিক পত্রিকার অপ-সাংবাদিকতা এবং ওই পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্তের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগের প্রেক্ষিতে একদল যুবক মানববন্ধনে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায়। কিন্তু সুশান্ত দাশ গুপ্তের নেতৃত্বে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা মানববন্ধণকারীদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় বিভিন্ন মহল থেকে মেয়র আতাউর রহমান সেলিমকে এ ব্যাপারে জানানো হলে পরিস্থিতি শান্ত করতে তিনি ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে মেয়র আতাউর রহমান সেলিম সকল পক্ষকে শান্ত হওয়ার অনুরোধ জানান। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিওতে স্পষ্ট লক্ষ্য করা গেছে। কিন্তু সুশান্ত দাশ গুপ্ত ভবনের ছাদের উপর থেকে মেয়র আতাউর রহমান সেলিমকে হত্যার উদ্দেশ্যে আগ্নেস্ত্র থেকে গুলি চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনার পর পর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম কুমার রায় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গেলে সুশান্ত দাশ গুপ্ত ও তার লোকজন তাদের সাথে আশালীন আচরণ ও হুমকি প্রদান করেন। তাৎক্ষণিক পুলিশ সেখান থেকে তাদের নিরাপদে সরিয়ে আনে। পৌর পরিষদের সকল কাউন্সিলর উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা সুশান্ত দাশ গুপ্তের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসাসহ ‘আমার হবিগঞ্জ’ পত্রিকা বন্ধ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এছাড়াও এ ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা হবিগঞ্জ-লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের নামে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তারা।