Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন পরিকল্পনা অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ইউজিআইআইপি)-৩ এর আওতায় হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করেছে টাউন লেভেল সমন্বয় কমিটি (টিএলসিসি)। গতকাল হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে কমিটির সভাপতি মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ইউজিআইআইপি-৩ এর আওতায় হবিগঞ্জ পৌরসভায় উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। টিএলসিসির ওই সভায় প্রকল্পের আওতায় ব্যাপক উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করা হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ইউজিআইআইপি)-৩ এর আওতায় ২০১৪-১৫ অর্থবছর হতে ৩ টি ধাপে ৬ বছর হবিগঞ্জ পৌরসভায় কর্মকান্ড পরিচালনা করা হবে। প্রথম ধাপে ২৩ কোটি ৩৭ লাখ ৪২ হাজার টাকার উন্নয়ন কাজ পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে পৌর এলাকার ৭০ টি রাস্তা, ৫ টি ড্রেন, বিদ্যুত লাইন সম্প্রসারণসহ অন্যান্য কর্মকান্ড। ড্রেন নির্মাণের মধ্যে উল্লেখযোগ্য হলো মোহনপুর বাইপাস রোড সংলগ্ন বড় ড্রেন এবং হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ড্রেন। ২য় ধাপে ৩৫ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকার মধ্যে রয়েছে শতাধিক রাস্তা, ৩৫ টি ড্রেন, ট্রাক টার্মিনাল ও শিশুপার্ক নির্মান। ৩য় ধাপেও ২০ কোটি টাকায় রাস্তা ড্রেনসহ নানা উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে।
এদিকে বাংলাদেশ মিউনিসিপালিটি ডেভেলপম্যান্ট ফান্ড (বিএমডিএফ)-এর আওতায় হবিগঞ্জ পৌরসভার ৬ কোটি ১৫ লাখ টাকার উন্নয়ন কাজ অনুমোদিত হয়েছে। উন্নয়ন কর্মকান্ডগুলোর মধ্যে রয়েছে ৮ টি রাস্তা, ৬ টি ড্রেন, পিটিআইয়ের সামনে পৌর কিচেন মার্কেট নির্মাণ ও সাইফুর রহমান অডিটরিয়ামের সাউন্ড সিস্টেম ও শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা। এছাড়াও টিএলসিসি’র সভায় প্রস্তাবিত পৌরপানি সরবরাহ লৌহ দুরীকরন প্ল্যান্ট-৩ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় নির্মানের ব্যাপারে অনুমোদন হয়। ওই প্ল্যান্ট নির্মানে ব্যয় হবে সাড়ে ৬ কোটি টাকা। হবিগঞ্জ শহরের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে ১৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার বাণিজ্যিক ভবনের বেইজম্যান্টসহ প্রথম ও দ্বিতীয়তলার কাজ পরিচালিত হবে।
টিএলসিসি’র সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য অধ্যাপক ইকরামূল ওয়াদুদ, জাহান আরা আফছর, এমদাদুর রহমান বাবুল, ফনীভুষন দাস, মোঃ হিরাজ মিয়া, আব্দুল মোতলিব মমরাজ, হাজী সোনা মিয়া সর্দার, মোঃ আরব আলী, হাজী লুৎফুর রহমান নানু, বিটিসিএল-এর সহ বিভাগীয় প্রকৌশলী নিরঞ্জন রায়সহ অন্যান্যরা। আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, দিলীপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর ও মোঃ মাহবুবুল হক হেলাল।