Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ সারাদেশের ন্যায় নবীগঞ্জে লকডাউনের পঞ্চম দিনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে। মাস্ক পরিধান না করায় এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করছে ভাম্যমাণ আদালত। রবিবার সকালে নবীগঞ্জ উপজেলার শেরপুর রোড, ওসমানী রোড, তিমিরপুর, রসূলগঞ্জ বাজার, আউশকান্দি বাজার এ অভিযান পরিচালিত হয়। ভাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। অভিযানে সহযোগীতা করেন নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমেদ, অপারেশন ওসি আব্দুল কাইয়ুম, সেকেন্ড অফিসার সমিরণ চন্দ্র দাশ, এস আই অমিতাভ, শামসুল ইসলাম, মৃদুল, ট্রাফিক সাজেন্ট টিপু আহমেদসহ একদল পুলিশ। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরি পণ্যর দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয়।
রবিবার সকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েক জন স্বাস্থ্য বিধি অমান্যকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।