Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ উদ্বোধন ॥ টিকা গ্রহণের পরও সকলকে সতর্ক থাকতে হবে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করোনা মোকবিলার কার্যক্রম পরিচালনা করছে। অনেক দেশের আগেই বাংলাদেশে ভ্যাকসিন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন সম্পর্কিত অপপ্রচারকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে শুধু ভ্যাকসিন গ্রহণ করেই শেষ নয়; যেহেতু ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পরও অনেকে আক্রান্ত হয়েছেন সেজন্য, ভ্যাকসিন গ্রহণ করলেও সকলকে সতর্ক থাকতে হবে।
গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জে করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের ঠিকাদান কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমপি আবু জাহির আরও বলেছেন, করোনাভাইরাসের সংক্রমন আবারও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে; তাই স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনেই জীবন যাপন করতে হবে। সকলকেই মনে রাখতে হবে আগে জীবন, তারপর জীবিকা। একজন আক্রান্ত হলে তাঁর পুরো পরিবার আক্রান্ত হতে পারে। তাই নিজে ও নিজের পরিবারের সুরক্ষার স্বার্থে সকলকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা.একেএম মোস্তাফিজুর রহমান, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও ডাঃ অসীত রঞ্জন দাশ। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল।