Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর হাসপাতালে পিসিআর ল্যাব করোনা ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন ও আইসিইউ স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলার ২২ লক্ষ মানুষের চিকিৎসার ভরসাস্থল সদর আধুনিক হাসপাতালে করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব, আক্রান্ত রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন ও আইসিইউ বেড স্থাপনসহ স্বাস্থ্য খাতের অন্যান্য দাবিতে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ এর নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বলা হয় ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা সেবা অত্যন্ত বেহাল অবস্থায় নিপতিত হয়েছে। চিকিৎসক ও লোকবলের অভাবে রোগীরা আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। জরুরী বিভাগে ম্যাটস ইন্টার্নিদের দিয়ে অধিকাংশ সময় চিকিৎসা চালানো হচ্ছে। জটিল ও আশংকাজনক রোগী এলেই রোগীর অবস্থা বিবেচনা না করেই সিলেট অথবা অন্যত্র রেফার করা হয়। এছাড়াও কয়েক বৎসর ধরে আলট্রাসনোগ্রাম মেশিন নষ্ট, ডিজিটাল এক্সরে মেশিন অচল আছে। তাই গরীব ও সাধারণ রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। উপরোল্লিখিত দাবিনামার পক্ষে “সম্মিলিত নাগরিক আন্দোলন” হবিগঞ্জ দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে। উল্লেখিত দাবিসমূহ যথাশীঘ্র পূরণ না হলে গণঅসন্তোষ এক পর্যায়ে গণবিদ্রোহে রূপ নিতে পারে। তখন উদ্ভুদ পরিস্থিতির দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন-নাগরিক আন্দোলনের সভাপতি পীযুষ চক্রবর্তী, সহ-সভাপতি শাহ আশিকুর রহমান, হুমায়ুন খান, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও গোলাম সারওয়ার জাহান লিটন।