Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কিতাব আলী হত্যাকারীদের গ্রেফতার দাবীতে ইনাতাবাদে প্রতিবাদ সভা কঠোর আন্দোলনের প্রস্তুতি

প্রেস বিজ্ঞপ্তি ॥ হাজারো জনতার উপস্থিতিতে ইনাতাবাদ আবাসিক এলাকায় গোসাইপুর, স্টাফ কোয়ার্টার, ইনাতাবাদ, অনন্তপুর, জঙ্গল বহুলা ও মাছুলিয়া গ্রামের ছাত্র, যুবক ও মরুব্বিদের নিয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ইনাতাবাদ গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুর রউফ-এর বাড়ির আঙিনায় কিতাব আলী হত্যা এবং শাহীনের (৩য় পৃষ্ঠায় দেখুন) দোকানে ডাকাতি ও হুমকির প্রতিবাদে বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আমাদের এলাকা একটি শান্তিপ্রিয় এলাকা। আমরা শান্তি-পূর্ণ ভাবে চলাফেরা, ব্যবসা-বাণিজ্য ও চাকুরী করে বসবাস করতে চাই। অথচ হঠাৎ করে গত বছর স্টাফ কোয়ার্টার রোডস্থ শাহীন স্টোরের মালিক কিতাব আলীকে হত্যা করে। পরে আবার কয়েকবার দোকানে চুরি ও নিহতের পুত্র শাহীনকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকায় আতংক সৃষ্টি করছে। কিতাব আলী হত্যাকারী এবং শাহীনের দোকানে যারা চুরি-ডাকাতি ও হুমকি দিয়ে আসছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় এলাকাবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সাথে এলাকাবাসীর এ শান্তি-পূর্ণ কর্মসূচিতে আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়। সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি ফয়জুল্লাহ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, আমির আলী, নুরদ্দিন মিয়া, ফটিক মিয়া, আব্দুল বারিক, ছাব্বির ইসলাম মুছাব্বির, মিজান চৌধুরী, সাবেক কমিশনার মিজানুর রহমান মিজান, গোলাপ মিয়া, নুরুল আমিন, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট এনামুল হক এনাম, আব্দুল হাই, আব্দুস শহীদ, নাছির মিয়া, শফিক মিয়া, জনাব আলী, ক্বারী মিজানুর রহমান, সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, সৈয়দ কাউছার আহমেদ, হেলাল উদ্দিন টিপু, মোঃ সাজু, বেলাল মিয়া, মোঃ সামছু, আব্দুল মালেক, আব্দুর রাজ্জাক, হান্নান মিয়া, শাহ রুয়েল, আব্দুল হান্নান, আবু সায়েম, জাহাঙ্গীর, পারভেজ, আব্দুল মন্নান, মাসুদ, রকিব, সাংবাদিক জাকারিয়া চৌধুরী, সাজ্জাদ হোসেন, আব্দুল মজিদ, মোঃ আলী, সালাম, নানু, মারুফ, রিপন, শুভ, সুজাত, সাইফুল, নিরু প্রমূখ।