Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটুক্তিমূলক মন্তব্য নবীগঞ্জে কিশোর গ্রেফতার

ছনি চৌধুরী ,নবীগঞ্জ থেকে ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করায় নবীগঞ্জ উপজেলায় অশীষ ভট্টাচার্য (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩মার্চ) দুপুরে অশীষ ভট্টাচার্যকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। অশীষ ভট্টাচার্য উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের অরুন ভট্টাচার্যের ছেলে। জানা যায়- গতকাল সোমবার (২২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের অরুন ভট্টাচার্যের ছেলে অশীষ ভট্টাচার্য নিজের ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন এতে তিনি ধর্ম নিয়ে নানা ধরণের উস্কানিকমূলক মন্তব্য করেন । কিশোর অশীষ ভট্টাচার্যের ফেসবুকে এমন মন্তব্যের পর তাৎণিক পোস্টটি ভাইরাল হয়ে যায়। ফেসবুকে অশীষ ভট্টাচার্যের শাস্তি দাবী করে প্রতিবাদ ঝড় তোলেন ফেসবুক ব্যবহারকারী। এলাকায় দেখা দেয় উত্তেজনা। সোমবার রাতে তাৎণিক নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদের নেতৃত্বে ও এস আই সামশুল ইসলাম সহকারে একদল পুলিশ অভিযান চালিয়ে অশীষকে আটক করে। মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ থানার এস আই সুচরিত কুমার চন্দ্র পন্ডিত বাদী হয়ে ইচ্ছাকৃতভাবে ফেসবুকে আক্রমনাত্মক বিরক্ত অপমান অপদস্ত বা হেয় প্রতিপন্ন করা অভিপ্রায় তথ্য উপাত্ত প্রচার করে আইনশৃংখলার অবনতির অপরাধের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ২৫(২)/৩১(২) ধারায় অশীষ ভট্টাচার্যকে আসামী করে মামলা দায়ের করা হয়। পরে দুপুরে অশীষকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “আদালতের মাধ্যমে অশীষকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।