Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দরবেশপুরে সিএনজি ও রিক্সা চালকের দ্বন্দ্ব ॥ প্রাণ গেল গ্রীস প্রবাসী রশিক মিয়ার এলাকায় উত্তেজনা বিরাজ করছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি টু কারখানা কিবরিয়া রোডে গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টায় রিক্সায় যাত্রী উঠানামাকে কেন্দ্র করে দরবেশপুর সিএনজি স্ট্যান্ডের ম্যানাজার রাসেল’সহ সিএনজি চালক ও রিক্সা চালকদের দ্বন্ধে প্রাণ গেল গ্রীস প্রবাসী রশিক মিয়ার (৫০)। তবে এ মৃত্যু নিয়ে এলাকায় ধু¤্র্রজাল সৃষ্টি হয়েছে। ধারনা করা হচ্ছে বাকবিতন্ডাকালে ওই প্রবাসী হার্ট এ্যাটাকে মারা যেতে পারেন। ময়না তদন্ত রিপোর্ট আসার পরই মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহত পরিবার এ ঘটনাকে হত্যাকান্ড বলে দাবী করেছেন। জানা যায়, উপজেলার ওই সড়কে বিকাল সাড়ে ৫টার দিকে রিক্সা যোগে স্থানীয় আউশকান্দি হীরাগঞ্জ বাজারে যাবার সময় পথিমধ্যে দাউদপুর গ্রামের আবুল মিয়ার পুত্র অসুস্থ রোগী আক্কাছ মিয়া ও বশির মিয়াকে রিক্সা থেকে নামিয়ে লাঞ্চিত করে, রিক্সা চালককেও মারপিট করে দরবেশপুর গ্রামের বাতির মিয়ার পুত্র সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার রাসেল মিয়া। এ ঘটনার প্রতিবাদ করেন দাউদপুর গ্রামের গ্রীস প্রবাসী রশিক মিয়াসহ উপস্থিত লোকজন। এ ঘটনার সাথে সাথেই রাসেলের ভাই খোকন মিয়া ও তার চাচা হানিফ মিয়া, তার ছেলে মুহিবুর’সহ একদল লোক দেশীয় অস্ত্র সহকারে হামলা চালায়। এতে রিক্সার যাত্রীর সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় প্রবাসী রশিক মিয়া এ ঘটনার প্রতিবাদ করলে উক্ত লোকজন প্রবাসীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার উপর হামলা করার চেষ্টা করে। এতে তিনি উত্তেজিত হলে ঘটনাস্থলেই অজ্ঞান হযে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্দ ৫ মৌজার সচেতন মহল এক প্রতিবাদ সভার আহ্বান করেছে। ২৩ মার্চ মঙ্গলবার বিকেল ৫টায়। নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর মৃতের কারন জানা যাবে। এদিকে নিহতের পরিবার এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করেছেন। তারা এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। অপর একটি সুত্রে জানা গেছে, নিহত প্রবাসী রশিদ মিয়ার বাইপাস অপারেশন হয়েছে বেশ আগে।