Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিথ্যা তথ্য সম্ভলিত প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

গতকাল ২২ মার্চ দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার ৩য় পৃষ্ঠায় “নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামী বক্কর গ্রেপ্তার” শিরোনামে প্রকাশিত সংবাদের এক স্থানে বলা হয়েছে, “উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে আটককৃত মোঃ বক্কর মিয়ার দোকানে নিয়মিত জুয়ার আসর বসে। “ইনতাবাদ গ্রামের রাজাকার লাল মিয়ার পুত্র ও মেম্বার আব্দুল বাসিতের ভাই মোঃ বক্কর মিয়া (৪৫) কে আটক করে।” মুলত আবু বকরের দোকানে কোন ধরনের জোয়ার আসর বসেনি। আবু বকরের পিতা লাল মিয়া এলাকার বিশিষ্ট মুরুব্বী হিসেবে নিজ গ্রামসহ এলাকার কোন ধরনের বিশৃংখলা দেখা দিলে তিনি শান্তি রক্ষায় দায়িত্ব করে থাকেন। ত*ার নামের পূর্বে লেখা রাজাকার শব্দটি সম্পূর্ণ ভূয়া তথ্য। আবু বকরের ভাই আব্দুল বাছিত নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে সুনামের সাথে সাংবাদিকতার পাশাপাশি এক স্কুল পরিচালনা ও কুর্শি ইউনিয়নের নির্বাচিত সদস্য হিসেবে এলাকার শিক্ষা ও উন্নয়নে করে যাচ্ছেন। এতে একটি পক্ষ ইর্ষান্বিত হয়ে তাঁর ভাই ও পিতার বিরুদ্ধে মানহানিকর মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে।
প্রকৃত সত্য হচ্ছে-এনাতাবাদ গ্রামের হারিস মিয়ার ফিশারিতে টিনের ঘরে জোয়া খেলার আসর থেকে গত ২০ ডিসেম্বর জিতু মিয়া, রিপন মিয়া, মাছুম মিয়া, এজলু মিয়, জাহির মিয়া ও দুরুজ মিয়াকে গ্রেপ্তার এবং জোয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা পুলিশ উদ্ধার করে। এঘটনায় হারিস মিয়া ও তার স্ত্রীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার চার্জশীটে এফআইআর বহির্ভূত বিএনপি নেতা আবু বকরসহ আরো ২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। তাই মিথ্যা তথ্য সম্বলিত সংবাদের জন্য এক্সপ্রেস কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।