Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইটের দাবিতে স্মারকলিপি দেয়া হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারি চালিত সকল অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, নাম্বার প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো বন্ধ রাখা, শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ সহ ৭ দফা দাবিতে আগামী ৩১ মার্চ বুধবার নবাগত জেলা প্রশাসক ও নবনির্বাচিত হবিগঞ্জের পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আন্দোলন পরিচালনা কমিটির এক সাধারণ সভা আনোয়ারপুর বাইপাস পয়েন্টে অনুষ্ঠিত হয়। ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা সহসভাপতি ধনু মিয়া, সঞ্জিব আলী, সামছুর রহমান, সিনিঃ সদস্য মস্তু মিয়া, জেলা কোষাধ্যক্ষ রাহিমুল ইসলাম চৌধুরী, পোদ্দারবাড়ী অঞ্চলের সভাপতি আরব আলী, বালিখাল অঞ্চলের সভাপতি মধু মিয়া, নিশ্চিন্তপুর অঞ্চলের সভাপতি জাহির মিয়া, উমেদনগর অঞ্চলের সভাপতি তৌহিদ মিয়া, ধুলিয়াখাল অঞ্চলের সভাপতি তৌহিদ মিয়া, কামড়াপুর অঞ্চলের সাধারণ সম্পাদক বশির মিয়া, পৈল অঞ্চলের সভাপতি আনোয়ার আলী, জাফর আলী, শেখ আব্দুল মোতালিব, গণি মিয়া, জুয়েল মিয়া, সোহেল মিয়া, হামদু মিয়া, কদ্দুছ মিয়া, হেলাল মিয়া, আব্দুল আলী, ইসমাইল হোসেন মিন্টু, জজ মিয়া, মহসিন মিয়া, ভিংরাজ মিয়া, দুলাল মিয়া, আলআমিন প্রমুখ।