Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিশু দিবসে ৩ জন প্রতিবন্ধীর আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলেন নব-নির্বাচিত কাউন্সিলর পান্না কুমার শীল

স্টাফ রিপোর্টার ॥ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসনসহ ব্যাক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে। তবে এবারের শিশু দিবসটি একটু ব্যতিক্রম ভাবেই পালন করলেন হবিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর পান্না কুমার শীল। জাতীয় এই শিশু দিবসে তিনি এবার ৩ জন প্রতিবন্ধীর আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলেন। তারা হলেন, শহরের নাতিরপুর এলাকার মোঃ আমজত মিয়ার ১২ বছর বয়সি শিশু কন্যা প্রিয়া আক্তার, আনেয়ারপুর এলাকার ছুরুক মিয়ার ১৫ বছর বয়সী পুত্র মোঃ পারিয়ান মিয়া ও একই এলাকার আব্দুল রহিমের ১৬ বছর বয়সি পুত্র স্বাধীন মিয়া। এ বিষয়ে জানতে চাইলে নব-নির্বাচিত কাউন্সিলর পান্না কুমার শীল জানান, আমার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল অন্যান্যদের তুলনায় একটু ব্যতিক্রম। এরই অংশ হিসেবে এবার মানবিক মূল্যবোধ থেকেই ৩ জন প্রতিবন্ধীর আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলাম। উল্লেখ্য, এর পুর্বে ৫ জন অসহায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। যাতে সে সর্বমহলে ব্যাপক প্রসংশা কুড়ান।