Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আনন্দঘণ পরিবেশে বানিয়াচং প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আনন্দঘণ পরিবেশে বানিয়াচং প্রেসকাবের বার্ষিক বনভোজন অনুষ্টিত হয়েছে। ১৩ মার্চ শনিবার বানিয়াচং উপজেলার পর্যটন স্পট খ্যাত প্রাকৃতিকভাবে গড়ে উঠা দেশের দ্বিতীয বৃহত্তম জলাবন লীবাওরে বনভোজন অনুষ্টিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান। বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খলিলুর রহমান খলিল ও যুগ্ম সম্পাদক মখলিছ মিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক শেখ বশির আহমেদ, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, এডঃ রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়দ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, উপজেলা বিএনপি‘র আহবায়ক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এনামূল বাহার খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, এডঃ মুর্শেদুজ্জামান লুকু, সাংবাদিক রাশেদ আহমদ খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, এরশাদ আলী, সর্দার জাকির রেজা, সাংবাদিক শরীফ চৌধুরী, পাবেল খান চৌধুরী, ফয়ছল চৌধুরী, ব্যবসায়ী সেলিম আহমদ, চাকুরীজীবী ক্লাবের সভাপতি মহিউদ্দিন আগা খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ নমির আলী, আক্কাছ আলী খান, মোতাব্বির হোসেন, মোশারফ হোসাইন সহ বানিয়াচং প্রেসক্লাবের অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক। আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকল সাংবাদিককে আপ্যায়ন করা হয়। এছাড়াও র‌্যাফেল ড্র ফুটবল খেলা সহ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।