Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পরিবেশ সংরক্ষণ আইনে ১ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা প্রদান

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর এলাকায় অবৈধভাবে সরকারী জায়গা থেকে মাটি উত্তোলন করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গোপেন্দ্র পাল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ মার্চ বুধবার বিকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্যট সুমাইয়া মমিনের নেতৃত্বে রিফাতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
সুত্রে জানা যায়, উপজেলার রিফাতপুর এলাকার গোপেন্দ্র পাল সরকারী জায়গা থেকে মাটি উত্তোলন এবং পরিবেশের জন্য ক্ষতিকর এমন কাজ করার অপরাধে এ জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে একই এলাকার গৌরাঙ্গ দাশ একটি লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন উল্লেখিত সময়ে ওই স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী গোপেন্দ্র পালকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকতে ও সরকারী জায়গা অপব্যাবহার না করতে নির্দেশ দেন এবং ওই স্থানে টিনসেডের স্থাপনাটি সরানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।