Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাথা গোজার ঠাঁই নাই আজমিরীগঞ্জের শাহানার

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে শাহানা ও তার সন্তানদের মাথা গোজাঁর ঠাঁই নেই। অন্যের জায়গায় একটি চাঁপটা ঘরে কয়েক বছর ধরে বসবাস করছিলেন। এখন উচ্ছেদ হওয়ার পথে তার পরিবার। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কাকাইলছেও ইউনিয়নের গোপালপুর গ্রামের মনু মিয়ার স্ত্রী শাহানা আক্তার (মিলন) তার ওরস জাত ৪ ছেলে সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার একজন সাব ইন্সপেক্টরের পরিতাক্ত্য জায়গায় একটি চাপটা ঘর তৈরি করে বসবাস করে আসছিলেন, জায়গার মালিকের নতুন ঘর বানানোর কাজ চললে শাহানার পরিবার জায়গা ছেড়ে অন্যত্র চলে যাবার জন্য বলা হয়।
এতে পরিবার নিয়ে সমস্যায় পড়েন তিনি। এ প্রতিনিধি কে শাহানা বলেন, আমার ছোট ৪ সন্তান ও শ্বাশুড়ী নিয়ে অতি কষ্টে মাটিঁ কাজ করে জীবনযাপন করছি আমার স্বামী কিছু দিন আগে আরেকটা মেয়ে কে বিয়ে করে বর্তমানে জেল হাজতে রয়েছেন, আমাদের কোন জায়গা জমি নেই পরের জায়গায় চাঁপটা ঘর করে বসবাস করে আসছি এখন ঐ জায়গা থেকে চলে যেতে হবে কোথায় আমার সন্তানদের নিয়ে থাকবো ভেবে পাচ্ছিনা, একটি সরকারী ঘর পাওয়ার জন্য কত জনরে পায়ে পর্যন্ত ধরছি, কেউ আমার নামটা দিছেনা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন জানান আমি শুনেছি ওই পরিবারের কোন জায়গায় ও ঘর নেই, তার পর আমি গতকাল গিয়ে তাদের দেখে আসছি, তাদের পূর্ণবাসন করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।