Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তেঘরিয়া নির্বাচনী সভায় জিকে গউছ ॥ ধানের শীষে ভোট দিয়ে এনামুল হক সেলিমকে নির্বাচিত করুন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যতদিন হবিগঞ্জ পৌরসভায় দায়িত্ব পালন করেছি একটি টাকারও দুর্ণীতি হয়নি। ইনশাআল্লাহ, এনামুল হক সেলিমও মেয়র নির্বাচিত হলে কোন দুর্নীতি হবে না। কোন ঠিকাদারকে পার্সেন্টটিস দিতে হবে না। এনামুল হক সেলিম আমার ছোট ভাইয়ের মত, আমি সেলিমের দায়িত্ব নিলাম, সেলিম মেয়র নির্বাচিত হয়ে কোন অপকর্ম করলে আমাকে আপনাদের কাঠগড়ায় দাড় করাবেন। আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে বলছি- এনামুল হক সেলিম নির্বাচিত হলে আমি জি কে গউছ হবিগঞ্জ পৌরসভায় জনকল্যাণমুলক যেসব কাজ শুরু করেছিলাম তা অব্যাহত থাকবে। তাই ধানের শীষের ভোট দিয়ে এনামুল হক সেলিমকে নির্বাচিত করুন, তার দায়িত্ব আমি নিলাম। তিনি গতকাল বুধবার রাতে শহরের ৮নং তেঘরিয়া এলাকায় ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন।
জি কে গউছ বলেন- জনগণের ভোটে নির্বাচিত হলে মানুষের জন্য কাজ করতে মজা পাওয়া যায়। কিন্তু আওয়ামীলীগ জনগণের ভোটে বিশ্বাস করে না। আওয়ামীলীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্টযন্ত্রের মাধ্যমে নির্বাচিত হতে চায়। তাই জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে ধানের শীষের ভোট দিন। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ এনামুল হক, জেলা বিএনপির সদস্য এম জি মোহিত, মহিবুল ইসলাম শাহীন, জেলা তাতীদলের সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, বিশিষ্ট মুরুব্বি সরদার মর্তুজ আলী, নজরুল ইসলাম ফারুক, আনোয়ার হোসেন আনু, জেলা ওলামাদলের সভাপতি ক্বারী কবির হোসেন, সাধারণ সম্পাদক কাশেম বিল্লাহ নোমান, সরদার এম এ মন্নান, এমদাদ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, মহিবুল ইসলাম সোহেল, নজরুল ইসলাম কাওছার, শফিকুল ইসলাম রুহেল, শেখ রাসেল, শেখ আশরাফ সাইদুর, হাসান আহমেদ, শেখ সোহেল, এম শাহীন প্রমুখ।