Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বতন্ত্র কাউন্সিল গঠনের আগ পর্যন্ত ফিজিওথেরাফি চিকিৎসকদের হয়রানী না করার নির্দেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বতন্ত্র কাউন্সিল গঠনের আগ পর্যন্ত ¯œাতক ডিগ্রীধারী ফিজিওথেরাফি চিকিৎসকদের হয়রাণী না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন হবিগঞ্জ শাখা থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ থেকে বিএসসিইন ফিজিওথেরাপি (বিএসপিটি) ডিগ্রীধারী ফিজিওথেরাপি চিকিৎসকদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পেশাগত দায়িত্ব পালনকালে/প্রাকটিসের সময় বিএমডিসি এ্যাক্ট/২০১০ ক্ষমতা বলে আইন প্রয়োগকারী সংস্থা হয়রাণী করে থাকে। বর্তমানে ¯œাতক ডিগ্রীধারী ফিজিওথেরাপি চিকিৎসকদের স্বতন্ত্র কাউন্সিল গঠনের বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে। এ অবস্থায় ¯œাতক ডিগ্রীধারী ফিজিওথেরাপি চিকিৎসকদের স্বতন্ত্র কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত তাদেরকে কোনভাবেই হয়রাণী করা যাবে না।