Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রো চালক নিহত

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি এলাকায় মালবাহী একটি ট্রাক (লরি) নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের কুটির সাথে ধাক্কায় ঘটনাস্থলেই এক মাইক্রো চালকের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ২ ঘটিকায়। নিহত মাইক্রো চালক সফিক মিয়া সুনামগঞ্জ জেলার বিশম্ভর উপজেলার বাকীদার গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে ওই দিন বি-বাড়িয়া জেলার সরাইল এলাকায় একটি মাজার জিয়ারতের উদ্দ্যেশে বাড়ি থেকে রওয়ানা দিয়েছিল। তার মাইক্রোতে আউশকান্দি গ্যাস পাম্পে গ্যাস লোড করার পর প্রসাব করার জন্য রাস্তার পাশে ছিল এ সময় ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই নিহত সে। ফলে মাজার জিয়ারত হলো না সফিকের। স্থানীয় সুত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা মাইক্রো চালক সফিক মিয়া বি-বাড়িয়ার সরাইল একটি মাজার জিয়ারতের উদ্যোশে যাচ্ছিল। নবীগঞ্জ উপজেলার আউকান্দি এলাকায় সিএনজি গ্যাস পাম্পে মাইক্রো গাড়ীতে গ্যাস লোড করে। এক পর্যায়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে রাস্তার পাশে প্রসাব করতে বসে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী মালবাহী একটি লরি (চট্ট-মেট্রো=শ১১-২৩৩৪- ট্রাক) আশকান্দি এলাকার সিএনজি ষ্টেশনের সামনে পৌছামাত্র গাড়ী ড্রাইভার কাম খেয়ালিপনার কারনের চলন্তÍ গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে মাইক্রো চালক সফিক মিয়াকে চাপা দেয়। এতে সফিক মিয়া লরি (ট্রাক) এর চাকা নীচে চাপা থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে। দুঘটনায় নিহত ব্যাক্তির শরীর বিভিন্ন অংশ খন্ড খন্ড হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ এবং নবীগঞ্জের ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে যৌথ ভাবে মৃতদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় কবলিত গাড়ী ও নিহত ব্যাক্তির লাশ শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ আব্দুল হামিদ নিশ্চিত করেছেন।