Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গায় হরিনাম যজ্ঞ মহোৎসব

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের ক্ষিতিশ চন্দ্র রায়ের আয়োজনে পূর্ব পুরুষের স্মরনে পদাবলী কীর্তন নামযজ্ঞ মহোৎসব বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ১৯ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে সম্পন্ন হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল শ্রীমদভাগবত গীতা পাঠ, অধিবাস, অষ্ট প্রহর ব্যাপী লীলাকীর্তন ও মহাপ্রসাদ বিতরন। অনুষ্টানে কীর্তন পরিবেশন করেন, বিয়ানীবাজারের মনোরঞ্জন দাশ সৈনিক, সুনামগঞ্জের প্রভাষক টিটু দাশ, জকিগঞ্জের বিধান ধর, নবীগঞ্জের গিরীন্দ্র সরকার, সম্পা রানী দাশ, রিতি রানী সরকার। অনুষ্ঠানে পৌরহিত্য করেন সুনামগঞ্জ জগন্নাথ মন্দিরের মদন মোহন গোস্বামী। উৎসব কমিটির সভাপতি কৃষ্ণ চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক দিলীপ রায়ের পরিচালনায় এবং কালিপদ রায়, প্রদীপ রায়, রাজু রায়, সঞ্জয় রায়ের সার্বিক আয়োজনে এতে অংশগ্রহন করেন, উপজেলান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উৎসব ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়, হাজ্বী এলাইছ মিয়া, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি অঞ্জন পুরকায়াস্থ, বিপ্লব রায়, শিক্ষক প্রভাত ভূষন রায় পিন্টু, বিপুল রায়, সুদীপ দাশসহ অন্যান্য নের্তৃবৃন্দ। অনুষ্টানে শুক্রবার দুপুরে সহস্রাধিক ভক্তবৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরন করা হয়।