Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে খোলা জায়গায় পশু জবাই করে বিক্রি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক নির্দিষ্ট কসাইখানা থাকাসত্ত্বেও শহরের প্রধান সড়কের পাশে পশু হাসপাতালের সামনে পৌরসভার অনুমতি না নিয়ে গড়ে তোলা হয়েছে কয়েকটি কসাইখানা। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কসাইখানা করায় সেখানে পরিবেশ দূষণ হচ্ছে। এ ব্যাপারে পৌরসভায় একাধিক অভিযোগ দিলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রাণী সম্পদ অফিসও রয়েছে নীরব। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, নবীগঞ্জ পৌরসভার ওসমানী সড়ক পশু হাসপাতালের সামন এলাকায় রাস্তার দুই পাশে দু’টি কসাইখানা রয়েছে। সড়কের পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানের সামনে খোলা জায়গায় টেবিল ও মাচা তৈরি করে সেখানে প্রতিদিন গরু-ছাগলের মাংস বিক্রি করা হচ্ছে। সড়কের ধূলিকণা উড়ে গিয়ে এসব কসাইখানায় মাংসের ওপর পড়ছে। আবার কসাইখানার বর্জ্য সড়কের পাশে ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ‘পশুর বর্জ্য আশপাশে ফেলায় দুর্গন্ধে ঘরে থাকা যায় না। এ ঘটনায় পৌরসভায় অভিযোগ করেছি। কিন্তু পৌরসভা কোনো পদক্ষেপ নেয়নি।’ জনৈক ব্যবসায়ী অভিযোগ করেন, তাঁর দোকানের সামনে জোর করে মাংস ব্যবসায়ী কসাইখানা খুলে বসেন। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সড়কের পাশে কসাইখানা গড়ে তোলায় তাঁরা পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। কিন্তু কোনো ফল মিলছে না। পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক জানান, তাঁরা ইতিমধ্যে খোলা জায়গায় কসাইখানা বন্ধে মাংস ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌরসভার গ্লোথ সেন্টারে নির্মিত নির্দিষ্ট কসাইখানায় মাংস বিক্রির জন্য বলা হয়েছে।