Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রামপুরে দরিদ্র মহিলাকে ঘর বানিয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর রামপুর গ্রামের এক দরিদ্র বিধবা মহিলাকে টিনসেট ঘর বানিয়ে দিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। এতে মহিলাসহ পরিবার তার মাথাগোজার স্থান পেয়ে আনন্দিত। গতকাল দুপুরে রামপুর গ্রামে তৈরী করা টিনসেট ঘরটি পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এ সময় তিনি জানান, সদর উপজেলা রামপুর গ্রামের হরেন্দ্র সরকার গ্রাম পুলিশের চাকুরী করতেন। প্রায় ১৫ বছর পূর্বে তিনি স্ত্রী আরতি সরকারসহ ২ কন্যা সন্তান রেখে মারা যান। এরপর তার স্ত্রী আরতি সরকার মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এর মধ্যে আরতি সরকারের বড় মেয়ে জগতি সরকারকে বিয়ে দেন তিনি। বিয়ের পর জগতির ২ সন্তান জন্ম হয়। কিন্তু ওই সন্তান রেখে জগতির স্বামী অন্যত চলে যান। এ অবস্থায় আরতি সরকার ২ মেয়ে ও তাদের সন্তানদের লালন করতে পড়েন টানাপোড়নে।পরিবারের খরচ চালানোই সঠিক হয়ে দাঁড়ায়। নিজের বাড়ির ছোট ঘরটি ভেঙ্গে জরাজীর্ণ হয়ে যায়। সামান্য বৃষ্টি হলেও ঘরের ভিতরে পানি পরতো। এ বিষয়টি উপজেলা মোতাচ্ছিরুল ইসলামকে অবগত করলেও তিনি সরেজমিনে পরিদর্শন করে ১ সপ্তাহের ভিতরে আরতি সরকারকে তার ব্যক্তিগত উদ্যোগে ঘর তৈরী করে দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ৫ দিনের মধ্যে ঘর তৈরী করেন। টিনসেট ঘর পেয়ে আরতি সরকার ও পরিবারের সদস্যরা আন্দিত। তারা সদর উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের সাথে ছিলেন মোহনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।