Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাইটন বার্জাড ইউ.কে এর কাউন্সিলর ॥ সৈয়দ মো: মুহিবুর রহমানকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সম্মাননা

জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান ও লাইটন বার্জাড ইউ.কে এর কাউন্সিলর সৈয়দ মো: মুহিবুর রহমানকে সম্মাননা প্রদান করেছে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব। ৬জুন শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি আব্দুর রকিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন সাঁই এর পরিচালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- যে সমাজ গুনিজনদের সম্মান দিতে জানেনা সেই সমাজে গুনিজন জন্মায় না। শায়েস্তাগঞ্জ সম্মাননা’ প্রদান করা হয়। এ ছাড়া ৩০ মে শুক্রবার কবি জসিম উদ্দিন মিউজিয়াম মিলনায়তন, ঢাকায় আমীর প্রকাশন ও এডুকেশন কালচারাল লিটেরেচার রিচার্স ডেভেলপমেন্ট কর্তৃক ছড়া সাহিত্যে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ‘আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার-২০১৪’ প্রদান করা হয়।
এ পর্যন্ত তার তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থগুলো হলো ‘উদয় বাণী’ (কবিতা/১৯৯৭), ‘নোনা জলের বৃষ্টি’ (কবিতা /২০১৩), ‘বৃষ্টি পড়ে তিথির বাড়ি’ ( শিশুতোষ ছড়া-কবিতা/২০১৩)।
এ ছাড়া তিনি ‘দুর্বার’ ( ১ম, ২য় ও ৩য় সংখ্যা) সাহিত্য ম্যাগাজিন এবং মাসিক ‘বাংলাভাষা’ সাহিত্য পত্রিকাও সম্পাদনা করেছেন। উল্লেখ্য, তিনি নবীগঞ্জ পৌরসভার শিবপাশা আবাসিক এলাকার প্রণয় ভূষণ চক্রবর্ত্তী মিন্টু (পন্ডিত) এবং সুপ্রীতি চক্রবর্ত্তীর তিন ছেলে-মেয়ের মধ্যে প্রথম সন্তান।