Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাতিরপুরে উঠান বৈঠকে সমর্থন আতাউর রহমান সেলিমকে নির্বাচিত করতে একজোট ঘোষপাড়াবাসী

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ঘোষপাড়ায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার করেছেন তিন শতাধিক মানুষ। গতকাল শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী মেয়র প্রার্থী সেলিমের সমর্থনে এক সভা আয়োজন করে। সভায় তাঁরা বক্তৃতার এক পর্যায়ে সকলে এক সাথে হাত তুলে নৌকার প্রতি সমর্থন ও এ প্রতীকের পক্ষে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় শ্রীশ্রী গোপিনাথ জিউর আখড়া প্রাঙ্গণে এ সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বী গোপাল গোপ ও পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট নারদ গোপন। বক্তব্য রেখেছেন মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মনোয়ার আলী, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, শংখ, শুভ্র রায় ও জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান।
বক্তারা মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের রাজনৈতিক জীবনের ত্যাগ-তীতিক্ষার কথা তুলে ধরেন। তারা বলেন, সেলিম দীর্ঘদিন গণমানুষের জন্য কাজ করেছেন। আওয়ামী লীগের জন্য আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি কারাবরণ করেছেন। অনেক অপপ্রচার হয়েছে তার বিরুদ্ধে। এখনও ষড়যন্ত্র চলছে। সেলিম হবিগঞ্জ শহরে বড় হয়েছেন। এ শহরের মানুষের চোখের সামনেই তাঁর বেড়ে উঠা। সুতারাং যত অপপ্রচারই হোক; আতাউর রহমান সেলিম নির্বাচিত হলে পৌরসভার সামাজিক সম্প্রীতি অটটু থাকার পাশাপাশি ব্যাপক উন্নয়ন সম্ভব। এ সময় উপস্থিত তিন শতাধিক লোকজন হাত তুলে এসব বক্তৃতার প্রতি সমর্থন জানিয়েছেন।
সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রঞ্জিত দত্ত, মাধব গোপ, সুধীর গোপ, বিষ্ণু গোপ, স্বপন তরফদার, মনধীর গোপ, প্রদীপ গোপ, অঞ্জু গোপ, অজিত ভদ্র, নির্মল গোপ, অ্যাডভোকেট সুজিত গোপ সুবল, বিপুল রায়, ডাঃ পিন্টু আচার্য্য, অ্যাডভোকেট ঝন্টু ধর, স্বজল দেব, মন্তু দাশ, ভজন গোপ ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিজন দাস। উপস্থিত ছিলেন জাকির হোসেন চৌধুরী অসীম, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, মহিবুর রহমান মাহী, শেখ সেবুল আহমেদ, মনির হোসেন সুমন প্রমুখ। এদিকে, গতকাল রাতে নাতিরপুর এলাকাবাসী আতাউর রহমান সেলিমের সমর্থনে উঠান বৈঠক করেছেন। হাসান মিয়ার সভাপতিত্বে ও সিরাজ মিয়ার পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী অসীম, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, শংখ শুভ্র রায়, বোরহান উদ্দিন চৌধুরী, মোস্তফা কামাল আজাদ রাসেল, হাছান আলী, মনু মিয়া, খিরু মিয়া, লাল মিয়া, ছোট সিরাজ, মালু মিয়া, উসমান খাজা, উজ্জ্বল, মামুন মিয়া, সাইফুল ইসলাম মুন্না।