Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে চানঁপাড়া পাঁচ মহল্লার সান সর্দার নিযুক্ত করতে একরাম হোসেন এর সমর্থনে সহস্রাধিক জনগণের সভা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে চানঁপাড়া পাঁচ মহল্লার সান সর্দার নিযুক্ত করার লক্ষ্যে গতকাল রাত ৯ টার দিকে ভারপ্রাপ্ত সান সর্দার একরাম হোসেন এর বাড়ীতে সহস্রাধিক জনগণের উপস্থিতিতে জনসভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন চানঁপাড়া মহল্লার মোঃ মোতাব্বির হোসেন, গিয়াস উদ্দিন ঠাকুর, মোঃ টেনু মিয়া, মোঃ আজিজুর (মোল্লা), মোঃ আলী হোসেন মেম্বার, মোঃ ওয়াহেদ মিয়া, মোঃ ইকবাল ঠাকুর, মোঃ আব্দুল ছালাম লস্কর, সিরাজ লস্কর, মোঃ মফু লস্কর, মোঃ জিতু মিয়া, মাহতাব হোসেন, আমির খানী মহল্লার পক্ষে মোঃ মুকিত লস্কর, মোঃ ফুল মিয়া, আহাম্মদ লস্কর, মুতি লস্কর, ফজলু মিয়া, সাবেক মেম্বার মনফর উল্বার, তাহের মিয়া, আরজু মিয়া, আঃ রহমান, পাইকপাড়া মহল্লার পক্ষে লুকমান মিয়া ভারপ্রাপ্ত সর্দার, ছুলেমান মিয়া, আব্দুল খালেক, মুহিত মিয়া, হবিবুর রহমান, সিরাজ মিয়া, মোঃ খালেদ হোসাইন, বিদ্যাভূষণ পাড়ার পক্ষে নাধন মহাপাত্র, জিতু নমসুদ্র( ভারপ্রাপ্ত সর্দার), নেপু নমসুদ্র, হিরু নমসুদ্র, রবিন্দ্র শীল, সজল শীল প্রমূখ। সর্বস্তরের জনগণ স্বতস্ফুর্তভাবে সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে ৫মহল্লার ভারপ্রাপ্ত সান সর্দার একরাম হোসেন কে ৫ মহল্লার স্থায়ী সান সর্দার নিযুক্ত করতে একবাক্যে দু’হাত তোলে আগ্রহ প্রকাশ করেন। এরেই প্রেক্ষিতে আগামী সোমবার ৫মহল্লার সর্বস্তরের জনগনকে নিয়ে বৈঠকের আহবান করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলা সদরের উত্তর-পশ্চিম ইউপির চাঁনপাড়া, সেনপাড়া, নোয়াপাড়া, পাইকপাড়া ও আমিরখানি নিয়ে গঠিত চাঁনপাড়া পাঁচ মহল্লা ছান্দ। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউপি সদস্য আবদূর রশিদকে সর্দারি থেকে অব্যাহতি দেন মহল্লার জনগণ। পরে ভারপ্রাপ্ত সর্দার হিসেবে দায়িত্ব দেয়া হয় একরাম হুসেন কে।