Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যুবদল নেতা জালাল চৌধুরীর ইন্তেকাল ॥ সাবেক এমপি শেখ সুজাতসহ বিভিন্ন মহলের শোক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার চরগাও বড় বাড়ী নিবাসী ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি, (হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক তৌহিদ চৌধুরী’র) মামা মোঃ জালাল চৌধুরী (৫০) গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযার নামাজ শুক্রবার সকাল ১১টায় চরগাও শাহী ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ও হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র, অধ্যাপক তোফাজ্জল চৌধুরী, বর্তমান মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির আহব্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহব্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, পৌর বিএনপির আহব্বায়ক ছালিক আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াছিনী, যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহব্বায়ক নরুল আমীন, নবীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নুরুল গনি চৌধুরী সোহেল, পৌর কাউন্সিলর জাহেদ চৌধুরী, পৌর বিএনপি নেতা শেখ নুরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, জেলা যুবদলের নির্বাহী সদস্য, ফোয়াদ হাসান রাজন, পৌর বিএনপি নেতা, সাহেল আহমেদ, উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক বদরুল আলম লিমন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি, আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহব্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, যুক্তবাজ্য বিএনপি নেতা, তানহা চৌধুরী তালহা, পৌর যুবলীগের আহব্বায়ক ও নং ওয়ার্ড কাউন্সির, ফজল আহমেদ চৌধুরী, উপজেলা কৃষক লীগের সিনিঃ যুগ্ম আহব্বায়ক রেজা আহমেদ চৌধুরী সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বাণীতে গভীর শোক প্রকাশ করেন, এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।