Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে শাবি অধ্যাপক ড. জহিরুল হক শাকিলের শোক

প্রেস বিজ্ঞপ্তি ॥ ক্ষুদ্র ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা (এনজিও) ‘আশা’র প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হবিগঞ্জের কৃতিসন্তান সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, বিসিএস ১৯৭৩ ব্যাচের প্রবেশনারী কর্মকর্তা হয়েও তিনি সরকারী চাকুরীতে যোগদান না করে সদ্য স্বাধীন বাংলাদেশের দারিদ্র বিমোচন ও দরিদ্র জনগোষ্ঠির অধিকার আদায়ে কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালে তাঁর প্রতিষ্ঠিত এনজিও এসোসিয়েশন অব সোস্যাল এডভান্সমেন্ট বা আশা আজ বাংলাদেশের তথা বিশ্বের অন্যতম কয়েকটি দারিদ্র বিমোচন ও ক্ষুদ্র ঋণ সংস্থার মধ্যে অন্যতম। বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সফিকুল হক চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। অধ্যাপক ড. জহিরুল হক শাকিল আরো বলেন, এনজিও আশার মাধ্যমে প্রতিষ্ঠিত আশা ইউনিভার্সিটি বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে হবিগঞ্জ নয়; বাংলাদেশ এক কৃতিসন্তানকে হারালো। আর বিশ্বের দরিদ্র জনগোষ্ঠি হারালো তাদের এক পরম বন্ধুকে।