Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কিতাব আলী হত্যাকান্ড ও তার ছেলে শাহীনের উপর হামলার প্রতিবাদে শহরের ইনাতাবাদে সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্টাফ কোয়ার্টার এলাকার শাহীন স্টোরের মালিক মৃত মোঃ কিতাব আলী হত্যা ও তার ছেলে শাহীনের উপর হামলার প্রতিবাদে এক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রাত ৮ টার সময় ইনাতাবাদ আবাসিক এলাকায় ওয়ার্ড মহিলা কাউন্সিলর সালমা চৌধুরীর বাড়ির আঙ্গিনায় ইনাতাবাদ ও জঙ্গল বহুলার বাসা বাড়ির ছাত্র, যুবক ও মুরুব্বিদের নিয়ে প্রতিবাদ সভা হয়। বিশিষ্ট মুরুব্বি মোঃ নুর উদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ আব্দুর রউফ, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা বিএনপির প্রচার সম্পাদক এস এম আব্দুল আউয়াল, মোঃ আব্দুর বারিক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন, কাউন্সিলর সালমা চৌধুরী, এডভোকেট শাহ মোঃ নুর উদ্দিন, মোঃ হারুন মিয়া, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, কারী মোঃ মিজান, এনামুল হক শাহীন, সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, নানু মিয়া, শাহ রুহেল, আব্দুল হান্নান, তুহিন, রিপন, নিরু, শরিফ উদ্দিন, বেলাল, মেহের আলী সহ ২শতাধীক ছাত্র যুবক মুরুব্বিগণ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শাহীন স্টোরের মালিক কিতাব আলীকে হত্যার পর খুনিরা আবারও তার ছেলে এনামুল হক শাহীনকে বিভিন্ন ভাবে হত্যার চেষ্টা করছে এবং মামলা তুলে নেয়ার জন্য প্রাণ নাশের হুমকি দিচ্ছে। গত কয়েকদিন যাবত শাহীনের বাড়িতে ও দোকানে রাতের বেলায় ঐসব হুমকি দাতারা বার বার তার উপর হামলা করার জন্য চেষ্টা করে আসছে। প্রশাসনের কাছে অনুরোধ কিতাব আলীর হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুল শাস্তির ব্যাবস্থা করতে হবে। অন্যতায় এলাকার সচেতন নাগরিকদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলা হবে।