Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে করোনা ভ্যাকসিন প্রশাসনের সংবাদ সম্মেলন

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সভাপক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে উপজেলা প. প. কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের এর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক আলী নেয়াজ, বাহার উদ্দিন, দেবাশীষ আর্চায্য, মহসিন সাদেক, বিল্লাল আহমেদ, নিতেশ দেব, শাহীন মোল্লা, সুমন আহমেদ, তৌহিদ মোল্লা প্রমূখ। সভাপতির বক্তব্যে ইউএনও লুসিকান্ত হাজং জানান, সবাইকে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে আগামী ৭ ফেব্রুয়ারী রোববার থেকে উপজেলার ৫৫ বছরের উর্দ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি বুথে ৫ হাজার ১শ ৩০ জন পুরুষ ও নারীকে ১৫টি ক্যাটাগরির ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের নির্দেশনা অনুযায়ী করোনা ভ্যাকসিন প্রদান (টিকা) দেয়া হবে এবং প্রত্যেককে ৪ সপ্তাহ (২৮ দিন) পর দ্বিতীয় ডোজ (টিকা) প্রদান করতে হবে। তিনি আরও জানান গর্ভবতী, জ্বর, কাশিসহ যারা ওই দিন অন্যান্য রোগে আক্রান্ত হবেন তাদের করোনা ভ্যাকসিন (টিকা) না দেয়ার আহবান জানান। এছাড়াও টিকা দেয়ার পর যদি কেউ অসুস্থ বোধ করেন এক্ষেত্রে তাদেরকে ভয় বা আতঙ্কিত না হওয়ার জন্য জানানো হয়। ওই দিন যাদের টিকা দেয়া হবে তাদের জন্য সরকার কর্তৃক টিকাদান স্থানে সুরক্ষা ও বিশ্রামের ব্যবস্থা রয়েছে। এছাড়াও তিনি আরও জানান পর্যায়ক্রমে উপজেলার কোন নারী পুরুষ টিকা থেকে বঞ্চিত না হন এ বিষয়ে কাজ করছে সরকারের স্বাস্থ্য বিভাগ।