Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমঙ্গলে’ নিলামে ১ চা কেজি বিক্রি হয়েছে ৫ হাজার ১০ টাকায়

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ সাদা চা, “হোয়াইট টি”। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে নিলামে হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানের ‘সাদা চা’ এক কেজি বিক্রি হয়েছে ৫ হাজার ১০ টাকায়। বুধবার সকালে শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কের খান টাওয়ারে দেশের ২য় চা নিলাম কেন্দ্রের ১৭ তম চা নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলামে বিভিন্ন চা বাগান থেকে ৭০ হাজার কেজি চা পাতা উত্তোলন করা হয়। যার বিক্রয় মুল্য আনুমানিক ১ কোটি টাকা বলে জানান নিলাম পরিচালনাকারী কর্মকর্তারা। এ নিলামে প্রথম অংশ গ্রহণ করে পঞ্চগড়ের চা বাগানের মালিকরা, তাদের চা পাতা ভাল দামে বিক্রিও হয়। সবচেয়ে বড় আকর্ষণ ছিল হবিগঞ্জের বৃন্দাবনপুর চা বাগানের “হোয়াইট টি”, যা প্রতি কেজি বিক্রি হয় ৫ হাজার ১০ টাকায়। আর পাতাগুলো ক্রয় করেন শ্রীমঙ্গলের সেলিম টি হাউজ। হোয়াইট টি ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে বলে জানা গেছে। চলতি মাসে আরো ৩টি নিলাম অনুষ্টিত হবে জানিয়েছেন শ্রীমঙ্গল টি ব্রোকারর্স। দেশের অধিকাংশ চা উৎপাদন হয় মৌলভীবাজার অঞ্চলে। সেই দৃষ্টিকোণ থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রের সফলতা ও কার্যক্রম চা শিল্পের বিকাশে অত্যন্ত জোরালো ভূমিকা রাখছে।
শ্রীমঙ্গল ব্রোকার হাউস সূত্রে জানা যায়, করোনাপরবর্তী পরিস্থিতিতে চায়ের নিলাম আশাব্যঞ্জক। মূল ধারার চায়ের সঙ্গে ভালো মানের গ্রিন টির চাহিদা শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। এখন বাজারে এসেছে হোয়াইট টি, এটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।