Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ অর্থায়নে ২শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-এর অর্থায়নে ২ শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণীয় অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ-ইনক-এর সাধারণ সম্পাদক মোঃ জয়নাল চৌধুরীর সভাপতিত্বে এবং ইউনাইটেড আইডিয়াল সোসাইটির সভাপতি মোজাহিদ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, ইউনাইটেড আইডিয়াল সোসাইটির উপদেষ্ঠা শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আমজাদ মিলন, ৮নং সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফারুক হোসাইন, সাবেক ইউপি সদস্য বিকাশ দত্ত রায়, ইউনাইটেড আইডিয়াল সোসাইটির সাধারণ সম্পাদক কার্তীক শীল, সাংগঠনিক সম্পাদক রাজিব ভট্টাচর্য্য, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ নাবিদ মিয়া, অর্থ সম্পাদক মোঃ সাইফুর রহমান, প্রচার সম্পাদক আরিফুল হক রুপন, দপ্তর সম্পাদক রূপক দেব, সাংস্কৃতিক সম্পাদক আলী আহমেদ বেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ রানা তালুকদার, সিনিয়র সদস্য সৈয়দ জহিরুল ইসলাম, বাদল দাশ, পিকলু দাশ, শেখ আবুল হোসেন, মির্জা নূর মোঃ সেলিম, ওবায়দুর রহমান ইমন, হিরক দাশ, মোঃ নুনু মিয়া, মোঃ রুহুল আমিন, মোঃ কাইয়ূম চৌধুরী, নাঈম ইসলাম প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রতে কঠিন অবস্থার মধ্যে রয়েছেন প্রবাসী বাঙ্গালীরা। এর মধ্যেও দেশের মানুষের প্রতি ভালোবাসার কারণে তারা অব্যাহত সহযোগিতা করে যাচ্ছেন। করোনা চলাকালীন সময়ে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ-ইনক-এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি করেছে। এখন শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন। এসব প্রবাসীদের জন্য আমাদের দোয়া করতে হবে। তারা যেন ভালোও সুস্থ থাকেন। তিনি আরো বলেন-নবীগঞ্জের সন্তান হিসেবে আন্তরিক ভাবে এ উপজেলার উন্নয়ন করে যাচ্ছি। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সভায় বক্তারা বলেন-দেশের টানে প্রবাসীরা আন্তরিকতার সাথে তারা এই পরিস্থিতিতে সহযোগিতা করে যাচ্ছেন। তাদের প্রতি আমাদের ভালোবাসা ছাড়াও আর কিছু দেয়ার নয়। তবে দেশে যেসব প্রবাসীদের পরিবার রয়েছে, এসব পরিবারের বিপদে-আপদে সহযোগিতা আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। উল্লেখ্য নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ-ইনক-এর অর্থায়নে নবীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ১ হাজার দরিদ্র অসহায় লোকজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। গতকালের শীতবস্ত্র বিতরণীয় অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন ইউনাইটেড আইডিয়াল সোসাইটি।