Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। এর পাশাপাশি বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এমন হিমশীতল তীব্রতায় দুর্ভোগ পড়েছেন অপেক্ষাকৃত নিম্ন মধ্যবিত্ত ও ছিন্নমূল মানুষ। সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী মোঃ জাহেদুল ইসলাম মাছুম বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার জেলা জুড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। আরও কয়েকদিন শীত থাকবে বলে জানান তিনি। শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানা গেছে, গত ১৭ জানুয়ারিও শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীত মৌসুমে শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোতে শীতের তীব্রতা তুলনামূলক বেশি। এদিকে শীতের তীব্রতা কারণে সকাল থেকে শহরের রাস্তায় খুব অল্প সংখ্যক যানবাহন দেখা গেছে। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। ঘন কুয়াশা আর শীতের কারণে মানুষজনের চলাফেরাও কম লক্ষ্য করা গেছে। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো জেলা।