Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেট বিভাগে প্রথম কোভিড-১৯’র ভ্যাকসিন নিয়ে সবাইকে উদ্ধুদ্ধ করতে চান বাহুবলের খন্দকার সুজন

স্টাফ রিপোর্টার ॥ ভ্যাকসিন নিয়ে মানুষের মনের সন্দেহে দূর করতে এবং ভ্যাকসিন নিয়ে সবাইকে উদ্ধুদ্ধ করতে সিলেট বিভাগে প্রথম কোভিড-১৯ এর টিকা নিতে চান খন্দকার খোরশেদ আলম সুজন। তিনি বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা। এক ফেইসবুক বার্তায় খন্দকার সুজন এই তথ্য প্রদান করেছেন। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত বিশ্ব, সে তুলনায় বাংলাদেশেও ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে কোভিড-১৯ সে ভাইরাস। আক্রান্ত হয়েছেন দেশের অনেক মানুষ। তার মধ্যে মৃত্যুও হয়েছে অনেকের। দেশের মানুষকে সুস্থ রাখতে ও নিরাপত্তার জন্য সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও কোভিড-১৯ এর ভ্যাকসিন আমদানি করেছে সরকার। কিন্তু সে ভ্যাকসিনের টিকা নিয়ে মানুষের মনে দেখা দিয়েছে সন্দেহ ও আতংক। মানুষের মনে সন্দেহ ও আতংক দূর করতে, সিলেট ও হবিগঞ্জের মধ্যে কোভিড-১৯ এর প্রথম টিকা নিতে চান খন্দকার খোরশেদ আলম সুজন। বাহুবলের কৃতি সন্তান সুজন, ঢাকা মহানগর পূর্বের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার সুজন। যিনি এলাকায় জনতার চেয়ারম্যান হিসেবে পরিচিত। এ বিষয়টি নিয়ে খন্দকার খোরশেদ আলম সুজন, তিনি নিজের ফেসবুক আইডিতে লেখেছেন মহামারি করোনাভাইরাস (১৯) কোভিড এর ভ্যাকসিন ও টিকা নিয়ে মানুষের মনে ভয় সন্দেহ ও আতংক বিরাজ করছে, তাই সিলেট ও হবিগঞ্জের মধ্যে আমি কোভিড (১৯) এর প্রথম টিকা নিতে চাই। খন্দকার খোরশেদ আলম সুজন দীর্ঘদিন যাবত রাজনীতির পাশাপাশি জনসেবায়ও রয়েছেন ব্যস্ত। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীও তিনি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোভিড (১৯) এর ভ্যাকসিন নিয়ে মানুষের মনে ভয় আর সন্দেহ দেখা দিয়েছে, আমি সবার ভয় আর সন্দেহ দূর করতে ও মানুষকে ভ্যাকসিন নিয়ে উৎসাহিত করতে সিলেট ও হবিগঞ্জের মধ্যে প্রথম ভ্যাকসিন আমি নিতে চাই।