Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলনের পদ্দারবাড়ি, বহুলা ও আনন্দপুর আঞ্চলিক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারি চালিত আটো রিক্সা মালিক শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশন পদ্দারবাড়ি, বহুলা ও আনন্দপুর অঞ্চলে গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় আন্দোলন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে শ্রমিক নেতা আরব আলীর সভাপতিত্বে এবং গনি মিয়ার পরিচালনায় এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- জেলার আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি শ্রমিক নেতা ধনু মিয়া, সামছুর রহমান, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সংগঠক ময়না রবি দাশ সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, প্রচার সম্পাদক সালেক মিয়া, দপ্তর সম্পাদক শংকর শুক বৈদ্য, আলমবাজার অঞ্চলের লাইন সেক্রেটারি জাহির মিয়া। সভায় সর্বসম্মতিক্রমে শ্রমিক নেতা আরব আলীকে সভাপতি এবং শ্রমিক নেতা গনি মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট এক আন্দোলন পরিচালনা কমিটি গঠন করা হয়। পূর্নাঙ্গ কমিটি হল সভাপতি আরব আলী, সহ-সভাপতি হীরা মিয়া, জাফর মিয়া, সাধারন সম্পাদক গনি মিয়া, সহ-সাধারন সম্পাদক তাহির মিয়া, গিয়াস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আশ্বব আলী, সহ-সাংগঠনিক আবজল আহমেদ, ইকবাল মিয়া, কোষাদক্ষ আরজত মিয়া, দপ্তর সম্পাদক হেলাল মিয়া, সহ-দপ্তর সম্পাদক ছান্দু মিয়া, প্রচার সম্পাদক আইদ মিয়া, সহ-প্রচার সম্পাদক শাহীন মিয়া, সিনিয়র সদস্য আব্দুল মতিন ফজর আলী, আজমান আলী, জমশেদ, জালাল মিয়া, আওয়াল, সাধারন সদস্য রুহুল আমীন, খোকন মিয়া, আছকির মিয়া, মনু মিয়া, শামীম মিয়া, আব্দুল খালেক, আকাশ, মহিবুর, রুবেল, আলমগীর মিয়া, নাহিদুল হাসান, নূর আলী, আরজু, শাহাবুদ্দিন, আলী আকবর, সোহেল, লাল মিয়া, আব্দুল হক, আমীর আলী, রাজু মিয়া, আওলাদ মিয়া।
সভায় বক্তাগণ আগামী ২৭ ফেব্রুয়ারি ব্যাটারী চালিত অটো রিক্সার নাম্বার প্লেইট প্রদানসহ ৭ দফা দাবীতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানান।