Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ গণপূর্ত বিভাগের পিয়ন রাহিয়া বাসা বরাদ্দ নিয়ে বাস করেন অন্যত্র

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ গণপূর্ত বিভাগের পিয়ন রাহিয়া খাতুন বাসা বরাদ্দ নিয়ে বাস করেন অন্যত্র। এ নিয়ে কানা ঘোসা চলছে। জানা যায়, হবিগঞ্জ গণপূর্ত বিভাগীয় অফিস সংলগ্ন পূর্ব দিকের ২য় তলার বাসাটি গত ২০১৮ সনের ১ অক্টোবর বুঝে নেন পিয়ন রাহিয়া খাতুন। কিন্তু তিনি বাসাটি বুঝে নেওয়ার কিছুদিন পর পুকর পাড়ের বাসাটি বরাদ্ধ ছাড়াই বসবাস করছেন। এ ব্যাপারে উপ-বিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত উপ-বিভাগ নং-১, হবিগঞ্জ বাসাটি ছাড়ার জন্য গত ২০২০ সনের ২৪ আগষ্ট রাহিয়াকে পত্র প্রদান করেন। কিন্তু এখন পর্যন্ত তিনি বাসাটি না ছেড়ে বসবাস করছেন। তবে তিনি বরাদ্দ প্রাপ্ত খালি বাসার ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করেেলও যে বাসায় জোড়পুর্বক বসবাস করছেন সে ভাসা ভাড়া বিদ্যুৎ বিল অপরিশোধিত রয়েছে। এতে অনেকের প্রশ্ন রাহিয়ার খুটির জোড় কোথায়। আশে পাশের লোকজনের সাথে রাহিয়া খারাপ আচরণ মর্মে নির্বাহী প্রকৌশলীর নিকট আবেদন করলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
সূত্র মতে, পূর্বেও রাহিয়া শায়েস্তানগরস্থ পাকা ওয়ার্কশেডে প্রথমে বরাদ্দ নিয়ে কিছু দিন থাকার পর বাসাটি কাগজে কলমে ছাড়লেও সেখানেই বসবাস করেন। এ বিষয়ে আপত্তি প্রদান করলে পুনরায় বরাদ্দ নেন। কিন্তু কিছু দিন পর আবার বাসাটি ছেড়ে দিয়ে ১৩ মাস বাসায় বিনা ভাড়ায় বসবাস করে