Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ পাবলিক লাইব্রেরী দুই যুগেও সংস্কার হয়নি

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার সদরে অবস্থিত পাবলিক লাইব্রেরীটি দীর্ঘ ২ যুগেও কোন উন্নয়নের ছোয়া লাগেনি। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরে ইউনিয়ন পরিষদ অফিস ও খাদ্য গুদাম সংলগ্ন প্রায় দেড় একর জায়গার সীমানা নিয়ে ১৯৮৫ সালে তৎকালীন সরকার উক্ত উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান পরিচালনা করার জন্য পাবলিক লাইব্রেরীটি নির্মাণ কাজ শুরু করেন। পরের বছরে ২২ অক্টোবর ১৯৮৬ সালে তৎকালীন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ হেদায়েতুল ইসলাম চৌধুরী পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করেন। তার পর থেকেই নিয়মিত ভাবে বিভিন্ন রাজনৈতিক ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠান তাদের সভা সমাবেশের জন্য নির্বাহী অফিসারের অষ্ঠুমতি নিয়ে তাদের সভা সমাবেশ করে আসছিল। উপজেলার একমাত্র পাবলিক লাইব্রেরীটি কয়েক বছরের মাথায় আস্তে আস্তে চালের টিন ও লাইব্রেরীর আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ার কারনে কোন রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠান করতে পারেনী কোন রাজনৈতিক দল। সরজমিনে লাইব্রেরিতে দেখা যায় বট গাছে ঘিরে রেখেছেন পুরো বিল্ডিং। নেই কোন আসবাবপত্র বা ঘরের টিন। এ বিষয়ে মাসুদ পারভেজ নামে এক ব্যক্তি জানান, পাবলিক লাইব্রেরীতে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সব দলের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান বা কমিটি গঠন করা হতো। দীর্ঘ ২২/২৩ তেইশ বছর ধরে অনুষ্ঠান করার অনুপযোগী হয়ে পড়ছে লাইব্রেরীটি। আমরা অনেক সময় লাইব্রেরীর সংস্কারের জন্য জেলা প্রশাসক ও ইউএনও সাহেবের কাজে বলেছি কিন্তু এখন কোন সংস্কার ও উন্নয়নের ছোয়া লাগেনি একমাত্র পাবলিক লাইব্রেরীতে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান জানান, আমি শুনেছি একটি পাবলিক লাইব্রেরী আছে তবে এতদিন ধরে কেন সংস্কারের কাজ হয়নি বলতে পারিনা, আমি এখন দেখি চেষ্টা করে কি করা যায়।